টিকটকের বাজার ধরতে নেমে পড়ল জিফাইভ। ভারতে টিকটক ব্যান হওয়ার পর মাথায় হাত টিকটক ব্যবহারকারীদের। লকডাউনে বিনোদনের রসদ হারিয়ে টিকটক গ্রাহকদের অবস্থা শোচনীয় হয়েছে পড়েছে। যদিও শোনা যাচ্ছে ইতিমধ্যেই টিকটকের সঙ্গে গাঁটছড়া বাঁধতে চলেছে রিলাইন্স জিও। কিন্তু তারমধ্যেই বাজারে 'হাইপি' নামে টিকটকের মতো ভিডিও বানানোর বিকল্প আনলো জিফাইভ। এদিকে বিদেশি কোম্পানি টিকটকের ব্যানের পর ভারতীয় টেক মার্কেটে প্রতিযোগিতা শুরু হয়েছে কয়েকটি দেশীয় অ্যাপের মধ্যে। যেগুলিতে টিকটকের মতোই ভিডিও বানানো যায়। যেমন চিঙ্গারি, রোপোসো, মিত্রোঁ, শেয়ার চ্যাট ও আরও অনেক। সেই অ্যাপগুলির পাশাপাশি প্রতিযোগিতার ময়দানে এবার 'হাইপি' নামে দেশীয় অ্যাপ আনলো জিফাইভ। এব্যাপারে জিফাইভ ইন্ডিয়ার বিজনেস হেড রাজনীল কুমার জানিয়েছেন, টিকটকের বিকল্প যে অ্যাপগুলি ভারতে ইতোমধ্যেই রয়েছে, সেগুলির তুলনায় হাই কোয়ালিটি কনটেন্ট রয়েছে এই 'হাইপি' অ্যাপে। আনুমানিক ৮০ মিলিয়ান 'হাইপি' ব্যবহারকারী রয়েছেন।
জিফাইভ অ্যাপের অন্যান্য সেগমেন্টের মতো হাইপিও একটা জিফাইভের সেগমেন্ট। কিন্তু এর জন্য আলাদা করে কিছু সাবস্ক্রাইব করতে হয় না। যেকোনও জিফাইভ সাবস্ক্রাইবার এই অ্যাপ ব্যবহার করতে পারেন।তবে খুব শীঘ্রই একেবারে বিনামূল্যে এই অ্যাপ ব্যবহার করা যাবে। এছাড়াও আরও অনেক ফিচার আনছে 'হাইপি'। পাশাপাশি টিকটকের মতোই টাকা রোজগারের ফিচারও আসছে।সেই কথাও জানিয়েছেন রাজনীল।
মন্তব্য - আলোচনায় যোগ দিন 0 মন্তব্য | প্রবেশ করুন