বিশ্বব্যাপী করোনা সঙ্কটের আবহে একলপ্তে মেসেজ ফরোয়ার্ড করার উর্ধ্বসীমা পাঁচ থেকে কমিয়ে একধাক্কায় এক-এ নামিয়ে এনেছে হোয়াটসঅ্যাপ। করোনা সংক্রমণ ও করোনা ভাইরাস ঠেকানোর নানা পন্থা নিয়ে ভুয়ো তথ্য ও গুজব ছড়ানো আটকাতে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। হোয়াটসঅ্যাপের ব্লগে জানানো হয়েছে একথা। আগে একটা মেসেজ একসঙ্গে পাঁচজনকে পাঠানো যেত। এখন ওই মেসেজ মাত্র একজনকে পাঠানো যাবে। এদিকে কোনও মেসেজ ভুয়ো কিনা তা বোঝার জন্য সংশ্লিষ্ট মেসেজের পাশে আতসকাচ বা কাঁচির ছবি থাকবে। সমাজমাধ্যমে গুজব বা ভুয়ো তথ্য ছড়ালে সাইবার অপরাধের ধারা কার্যকর করে পুলিশ কড়া ব্যবস্থা নেবে এমনকী গ্রেপ্তার করবে। মেসেজের পাশে লাল টিক পড়া মানে কিন্তু বুঝতে হবে সরকারি নজরদারির মধ্যে পড়েছেন ব্যবহারকারী।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) কোভিড -১৯ ভাইরাসের সংক্রমণকে অতি মহামারি বা প্যান্ডেমিক বলে ঘোষণা করেছে। তবে করোনা সঙ্কটের আবহে সোশ্যাল মিডিয়ায় যেভাবে নানা ভিত্তিহীন অবৈজ্ঞানিক তথ্য ও গুজব ছড়াচ্ছে তাকে ইনফোডেমিক বলে অভিহিত করেছে হু। সেইসঙ্গে সোশ্যাল মিডিয়ায় এই প্রবনতা ঠেকাতে সমাজমাধ্যম সংস্থাগুলিকে অনুরোধ জানায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সেই অনুরোধের পরিপ্রেক্ষিতে মেসেজ ফরোয়ার্ড করার ক্ষেত্রে উর্ধ্বসীমা কমিয়ে দেওয়ার সিদ্ধান্ত বলে জানিয়েছে হোয়াটসঅ্যাপ।
মন্তব্য - আলোচনায় যোগ দিন 0 মন্তব্য | প্রবেশ করুন