সৌন্দর্যপ্রিয় মহিলাদের পার্সে অন্তত একটি লিপস্টিক থাকেই। আকর্ষনীয় দেখাতে ঠোঁট রাঙানো একরকম তাঁদের অভ্যাস। কিন্তু আত্মরক্ষায় লিপস্টিক! নিরীহ লিপস্টিকের আড়ালেই মহিলাদের আত্মরক্ষার জন্য লিপস্টিক গান তৈরি করে ফেলেছেন বারণসীর শ্যাম চৌরাসিয়া। কী এই লিপস্টিক গান? বেকায়দায় পড়লে এটি শুধু বিস্ফোরণের মতো শব্দই করবে না, সহায়তার জন্য পুলিশের ডিস্ট্রেস নাম্বার ১১২-তে বার্তা পাঠাবে।
লিপস্টিকের সাধারণ ঢাকনার সঙ্গে একটি আলাদা সকেট জুড়ে দেওয়া হয়েছে লিপস্টিক গানে। পথেঘাটে কোনও মহিলার ওপর হামলা হলে বা অস্বস্তিকর পরিস্থিতিতে পড়লে অনায়সেই এটি ব্যবহার করতে পারেন। লিপস্টিক মহিলাদের ব্যবহার্য জিনিস বলে হামলাকারীদেরও সন্দেহ হয়না। এটি নিয়ে ঘোরাঘুরি করারও কোন অসুবিধা নেই।কোনও হামলা ও বেকায়দায় পড়ে মহিলারা লিপস্টিক গানের সকেটের বোতামে চাপ দিলেই বিস্ফোরণের মতো আওয়াজ হবে এবং সঙ্গে সঙ্গে পুলিশের ১১২ নম্বরে বিপদ বার্তা পৌঁছে যাবে। কারণ মোবাইলের ব্লুটুথের সঙ্গে যুক্ত লিপস্টিক গান। এটি চার্জও দেওয়া যায়। আত্মরক্ষার এই উপকরণটির দামও এমন বেশি কিছু না। মাত্র ৬০০ টাকা। লিপস্টিক গান ব্যবহারকারী বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের ছাত্রী শেফালি রাই জানিয়েছেন, “ এটি নেওয়া সুবিধাজনক। বিস্ফোরণের মতো শব্দে আক্রমণকারীকে ঘাবড়ে দেওয়া যায়। লিপস্টিকের মতোই দেখতে বলে কেউ সন্দেহ করবে না।” লিপস্টিক গান –এর আবিষ্কারক শ্যাম চৌরাসিয়া জানিয়েছেন, তিনি লিপস্টিক গান –এর পেটেন্ট পাওয়ার জন্য চেষ্টা করছেন।
man develops new security gadget for women...a lipstick gun#Varanasi #lipstickgun pic.twitter.com/FkNB31eVAn
— mohit chaturvedi (@MohitMohit114) January 9, 2020
মন্তব্য - আলোচনায় যোগ দিন 0 মন্তব্য | প্রবেশ করুন