২০১৮ সালেই মোবাইল গেম ইন্ডাস্ট্রি ২১ বছরে পা দিয়েছে। আর সেই গেম ইন্ডাস্ট্রিতে দশ বছর আগে আত্মপ্রকাশ করা অ্যাংরি বার্ড গেমটির চাহিদা এখনও আকাশছোঁয়া।অ্যাংরি বার্ড গেমটি ২০০৯ এ প্রথম বাজারে আনে রোভিও এন্টারটেইনমেন্ট কর্পোরেশন। ১০ বছর পেরিয়ে যাওয়ার পর এখনও গেমটির জনপ্রিয়তাতে ভাঁটা পড়েনি। গেমটি সেরা গেমিং পুরস্কারের জন্যও মনোনীত হয়েছে।
কেন দশ বছর পরেও অ্য়াংরি বার্ডস এত জনপ্রিয়? এই রহস্য লুকিয়ে খেলার পদ্ধতিতেই। এতটাই সহজ যে যেকেউ একবার খেললেই তা বুঝতে পারবেন। ধীরে ধীরে স্টেজ পার হয়ে তবে শক্ত প্রতিযোগিতার মুখে পড়তে হয়। তবে, গেমটি খেলা সহজ হলেও এতে মাস্টার হওয়া, অর্থাৎ বিজয়ী হওয়া মোটেই সহজ নয়। স্টেজগুলি এতটাই দারুণ গ্রাফিক্সে সাজানো, যাতে গেমারদের একঘেয়েমিও আসে না। সেইসঙ্গে আছে একাধিক নতুন চরিত্রের আকর্ষণ। অ্যাংরি বার্ডসের গেম সাউন্ড তো বহু মানুষের ভীষণ পছন্দের। কেউ কেউ তো মোবাইলের রিংটোনও বানিয়েছেন এই গেম সাউন্ড দিয়েই। রোভিও এন্টারটেনমেন্টও অ্যাংরি বার্ডের ১০ বছর পূর্ণ হওয়া অনুষ্ঠান করে উদযাপন করছে।
মন্তব্য - আলোচনায় যোগ দিন 0 মন্তব্য | প্রবেশ করুন