শীত মানেই উৎসব, মজা, হুল্লোড়। শীত মানেই একটা বছর শেষ। নতুন বছরকে স্বাগত জানানোর প্রস্তুতি। বড়দিন, নতুন বছর একের পর এক পার্টি সিজন এই সময়টা। সেই পার্টিতে সকলের অ্যাটেনশন টানতে কী করবেন আপনি জানালেন বলিউড ফ্যাশন ডিজাইনার সাইনি সোনি। স্কুপিপোস্টকে একান্ত সাক্ষাৎকারে দিলেন কিছু টিপস।
শীতের পার্টির ড্রেস কোড
১. শীতের ফ্যাশনে রংটা খুবই গুরুত্বপূ্র্ণ। বিশেষ কিছু নয়, যদি গাঢ় বেগুনি বা ওয়াইন কালার বা ব্লু রংয়ের পোশাক পরেন, তাহলেই সকলের নজর যাবে সেদিকে। কারণ, এই রংগুলোই এরকম। বেছে নিতে পারেন সিমার, গ্লিটারস, ডার্ক পার্পল, ডার্ক নীল শেডের পোশাক
২. পোশাকের সঙ্গে বোল্ড জুয়েলারি ইদানীং ফ্যাশনে ইন। আগে যেমন ছোটখাটো, সুন্দর কারুকাজ করা জুয়েলারি চলত, এখন ট্রেন্ডে একটু বদল এসেছে। যদি ওয়ান পিস পরেন তাঁর সঙ্গে পরতে পারেন মানানসই নেকলেস। যদি বড় কানের দুল পরেন সেক্ষেত্রে স্টাইলিস কোনও হেয়ার স্টাইল করতে পারেন। নেকলেস, কানের দুল, আংটি যাই পরুন না কেন তাতে নিজস্ব একটা ফ্যাশন স্টেটমেন্ট থাকা দরকার।
৩. ইদানীং ভারতের সিনারিও বদলেছে। অনেক মহিলাই ব্যবসা, চাকরি করেন। কাজের শেষে থাকে নাইট পার্টি। এখন এমন জ্যাকেট, ব্লেজার পাওয়া যায় যার দু’দিকে দু’ধরনের প্রিন্ট ও রং। হালকা রংয়ের দিকটা অফিস পরে আসতে পারেন। তাতে ফর্মাল লুক থাকবে। আবার অফিস শেষে পার্টি, ডেটিংয়ে যাওয়ার সময় সেই ব্লেজারই উল্টোদিক করে পরুন
৪. ফ্যাশন ট্রেন্ড, সময়ের সঙ্গে বদলায়। আবার পুরনো ফ্যাশন কিছুটা বদলে নতুন হয়ে ফিরে আসে।ফলে পুরনো জামাকাপড় একটু অন্য স্টাইলে পরে নতুনত্ব আনা যায়। পুরনো পোশাকের সঙ্গে নতুন কিছু মিক্স অ্যান্ড ম্যাচ করে নতুন ফ্যাশন স্টেটমেন্ট হতে পারে
৫.পার্টির মধ্যমণি হতে গেলে যেটা দরকার আত্মবিশ্বাস ও ঠোঁটের কোনের হাসি।এমন পোশাক বাছতে হবে যাতে আপনি কনফিডেন্ট।যা সাবলীলভাবে ক্যারি করতে পারবেন। আর মানানসই মেকআপ, জুয়েলারি, সুন্দর পোশাকে তখনই ফ্যাশন ডিভা হওয়া যায় যখন মুখে মিষ্টি হাসি লেগে থাকে। জোর করা হাসি নয়, মন থেকে আসা স্মাইল।
মন্তব্য - আলোচনায় যোগ দিন 0 মন্তব্য | প্রবেশ করুন