শুরু হয়েছিল ‘ওম শান্তি ওম’ দিয়ে।তার বছর ১৩ পর ফের বড় পর্দায় জুটি বাঁধছেন শাহরুখ ও দীপিকা।এনসিবি জেরায় জেরবার নায়িকা ‘পাঠান’ ছবি দিয়ে ফের ফিরছেন কিং খানের সঙ্গে। বহুদিন পর ফের নায়কোচিত চরিত্রে দেখা যাবে শাহরুখকেও।সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ছবির শুটিং শুরু হয়েছে কিছুদিন আগে। আনুষ্ঠানিকভাবে সে কথা ঘোষণা না হলেও স্টুডিও-তে ক্যামেরাবন্দি শাহরুখের নয়া লুকে অনুমান ‘পাঠান’ ছবির কাজ শুরু হয়েছে আনলক পর্বে।
সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর তদন্ত শুরু হতেই মাদক যোগের সূত্র মেলে। সেই যোগসূত্র ধরেই নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর জেরার মুখে পড়েন ডিপস। বিষয়টা নিয়ে মানসিকভাবে ভেঙেও পড়েন তিনি। ফল স্বরূপ গত মাসে সেভাবে সোশ্যালসাইটে দেখাই যায়নি দীপিকা পাড়ুকোনকে।তবে এবার ট্রমা কাটিয়ে ফের কাজে ফিরছেন তিনি।
যশরাজ ফিল্মসের ব্যানারে ‘পাঠান’ ছবিতে শাহরুখ-দীপিকা ছাড়াও থাকছেন জন আব্রাহাম।
মন্তব্য - আলোচনায় যোগ দিন 0 মন্তব্য | প্রবেশ করুন