তিনি ভীষণ মিষ্টি। কৌশিক গঙ্গোপাধ্যায়, সৃজিত মুখোপাধ্যায়, অরিন্দম শীল, হরনাথ চক্রবর্তী-সহ অনেক পরিচালকের সঙ্গেই কাজ করেছেন। সেই মিষ্টি নায়িকাই সম্প্রতি চমকে দিলেন সকলকে।
রিদ্ধিমা ঘোষ। আচমকাই তাঁর বোল্ড ফটোশ্যুট নিয়ে হইচই সোশ্যাল সাইটে। নায়িকা এমনিতেই সুন্দরী। মিষ্টি হাসি তাঁর মুখে। সেই মিষ্টি রূপে আচমকা যেভাবে উষ্ণতা ছড়িয়েছেন তিনি তাতে ভক্তরা ‘ক্লিন বোল্ড’। স্লিভ লেশ সাদা সিফন পোশাকে স্পষ্ট তাঁর শরীরি বিভঙ্গ। বক্ষ বিভাজিকা, উন্মুক্ত উরু যেন নেশা ধরাচ্ছে।
গ্ল্যামার চুঁইয়ে পড়ছে খোলা পিঠে। এক ঢাল কালো চুল নেমে এসেছে সেই পিঠ বেয়ে।পোশাক, গ্ল্যামার, চাউনি মিলিয়ে মিষ্টি নায়িকা যেন অন্যরূপে।
কেরিয়ারের শুরু হয়েছিল তাঁর ‘বউ কথা কও’ সিরিয়াল দিয়ে। ‘রং মিলান্তি’ ছবির সময়েই গৌরব চক্রবর্তীর সঙ্গে প্রেম।এখন তাঁরা সুখী দম্পতি।
তিন বছরের বিবাহ বার্ষিকীতে রিদ্ধিমা ও গৌরব ঘুরে এসেছেন নৈনিতাল, জিম করবেট ন্যাশনাল পার্ক থেকে। আর তারপরেই শীতে উষ্ণময়ী নায়িকা।
মন্তব্য - আলোচনায় যোগ দিন 0 মন্তব্য | প্রবেশ করুন