লকডাউন হোক কিম্বা ছুটির দিন। বাড়ি থেকে বেড়াতে মন চায় সব সময়ই। পছন্দের জায়গা খুঁজে বেরিয়ে পড়তে ইচ্ছে হহয় সকলেরই। তাঁদেরও হয়। একটু সুযোগ পেলেই তাঁরা ছুটে যান সেখানে। একান্তে নিভৃতে সমায় কাটান।নিজেদের ইচ্ছে মত সময় কাটানোর এমন সুন্দর জায়গা হিসেবে একেই পছন্দ বলিউড সেলেবদের। মলদ্বীপ। নীল আকাশ, স্বচ্ছে জলরাশি, বিস্তৃত বালুকাবেলা আর নৈঃশব্দের হাতছানি।
সবকিছু মিলে মিশে একাকার এই মলদ্বীপে। তাই তো বার বার ছুটে যান বলি সেলেবরা। মলদ্বীপের সেই মুক্ত বিহঙ্গের মতো জীবন কাটানোর ছবিও একের পর এক পোস্ট করে যান সোশ্যাল মিডিয়ায়। যা দেখে মুগ্ধ চোখে চেয়ে থাকেন তাঁদের ভক্তরা।
কার কথা বলব, দিশা পাটানি, তারা সুতারিয়া, রাকুল প্রীত সিং, তাপসী পান্নু, মৌনি রায়, নেহা ধুপিয়া সকলেই সম্প্রতি ছুটি কাটাতে গেছিলেন মলদ্বীপ। এছাড়াও ছিলেন বরুন ধবনও।
মন্তব্য - আলোচনায় যোগ দিন 0 মন্তব্য | প্রবেশ করুন