সিনেমা হলে মুক্তি পেয়েছিল ফেব্রুয়ারিতে। ডিজিটালি মুক্তি মে মাসের আট তারিখ।ছবির নাম মলং। দিশা পাটানি অভিনীত মলং এবার নেটফ্লিক্স ইন্ডিয়ার সেরা জনপ্রিয় অ্যাকশন ছবির মর্যাদা পেয়েছে। এ কথা জানার পর বেজায় খুশি অভিনেত্রী নিজেও।
টুইট করে নিজের খুশির কথা ভক্তদের জানিয়েছেন তিনি। দিশা লিখেছেন, আমি অত্যন্ত কৃতজ্ঞ যে দর্শকরা মলং ছবিকে এবং আমার চরিত্র ‘সারা’কে এত ভালোবেসেছেন, এত পছন্দ করেছেন। তিনি কৃতজ্ঞতা জানিয়েছেন মোহিত সুরিকেও। বলেছেন, তিনি আমাকে অবিনেত্রী হিসেবে কাজ করার এবং নিজেকে প্রমাণ করার সুযোগ দিয়েছেন। দিশা বলছেন, আমি অত্যন্ত উৎফুল্ল যে এই ছবি এখনও দর্শকদের মন জয় করছে। আমরা নতুন বছরের দিকে এগিয়ে চলেছি, কিন্তু এই ছবির কথা ভাবলে মনে হয় যেন গতকালই এ ছবি মুক্তি পেয়েছে।
মলং ভালবাসার ছবি, একই সঙ্গে প্রতিশোধের গল্পও বলে। গোয়াতে পরিচয় হয় সারা(দিশা পাটানি) এবং অদ্বিতের(আদিত্য রায় কাপুর)। পরিচয় থেকে প্রেম। ভাগ্য তাদের আলাদা করে দেয়। এক ঘটনার জেরে অদ্বিতকে জেলে যেতে হয়। পাঁচ বছর পর সে স্থির করে যারা তাকে জেলে পাঠিয়েছে তাদের বিরুদ্ধে প্রতিশোধ নেবে। সেই নিয়েই গল্প।
ছবিতে আরও যারা অভিনয় করেছেন ,অনিল কাপুর, কুণাল খেমু, এলি অভরাম। ছবির প্রযোজক লভ রঞ্জন।
মন্তব্য - আলোচনায় যোগ দিন 0 মন্তব্য | প্রবেশ করুন