সম্প্রতি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন গায়িকা নেহা কক্কর। গায়ক রোহনপ্রীত সিংহের সঙ্গে অক্টোবর মাসেই বিয়ে সারেন এই গায়িকা। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করে নিজেই বিবাহের খবর প্রকাশ্যে আনেন। তবে এবার তাঁ মধুচন্দ্রিমার ছবি ঘিরে তুমুল শোরগোল নেট দুনিয়ায়। গায়িকার মধুচন্দ্রিমার ঘনিষ্ট মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট হতেই শুরু হয়েছে কমেন্ট-এর বন্যা।
শুধু বলিউডের গায়িকাই নয়। নিজের বিভিন্ন ছবি ও নাচের ভিডিও দিয়ে সোশ্যাল মিডিয়ায় রীতিমতক হট কেক হয়ে উঠেছেন নেহা। তাই নেহার ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট হবে আর তা নিয়ে চর্চা হবে না এমনটা ভাবা ভুল। তবে ভয়েস কুইন নেহার বিবাহের পরে মন ভেঙেছে বহু ভক্তের। তার মাঝেই আরও আগুনে ঘি ঢালতে একেবারে মধুচন্দ্রিমার ছবি পোস্ট করলেন নেহা।
প্রথমে নেহার সঙ্গে উদিত নারায়ণের পুত্রের প্রেমালাপের কথা প্রকাশ্যে এলেও তা উড়িয়ে দিয়েছিলেন তিনি। এরপর সোশ্যাল মিডিয়ায় রোহনপ্রীতের সঙ্গে পরিণয়ের ছবি পোস্ট করে নেটিজেনদের কার্যত চমক দেন নেহা। এবার ভাইরাল নেহার মধুচন্দ্রিমা।
মন্তব্য - আলোচনায় যোগ দিন 0 মন্তব্য | প্রবেশ করুন