২০২০ তে পদ্ম সম্মানে ভূষিত হল বলিউডের চার তারকা।প্রতিবছরের মতো এবছরও নাম ঘোষণা হয়েছে পদ্ম পুরস্কার প্রাপকদের। সেই তালিকায় রয়েছেন বলিউডের করণ জোহর,কঙ্গনা রানাওয়াত,একতা কাপুর সহ আদনান সামি। এঁরা সকলেই পদ্মশ্রী সম্মান পাবেন। করণ জোহর বলিউডের প্রথম সারির পরিচালকদের মধ্যে একজন। তাছাড়া প্রযোজনা, রিয়ালিটি শো-র বিচারক এবং অনেক শো হোস্টও করেছেন তিনি।বলিউড সিনেমা জগতে তাঁর অবদান মনে রাখার মতো।তাঁর পরিচালিত ছবি ‘কুছ কুছ হোতা হ্যায়’,’কভি খুশি কভি গম’, ‘এ দিল হ্যায় মুশকিল’ সহ আরও কিছু ছবি বড়সড় সাড়া ফেলেছিল দর্শক মনে। এবছর পদ্মশ্রী সম্মান পেয়ে এই বলিউড পরিচালক সোশ্যাল মিডিয়ায় একটি লেখা শেয়ার করে ধন্যবাদ জানান। তিনি পদ্ম সম্মান পাওয়ায় বলিউডের তারকা সহ ভক্তরা তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন।
@karanjohar congrats on this honour. Well deserved and sooooo happy for you !
Dearest @karanjohar , thrilled to know that soon you will be known as #Padmashree Karan Johar - you truly deserve it my friend. More power to you, may you keep engaging, entertaining audiences all over the world with your craft. Love you
Congratulations, @karanjohar!! This is incredible and well deserved!! May you keep adding more feathers to your hat! pic.twitter.com/dhK075Ldod
অভিনয় জগতে তাঁর অবদানকে সম্মান জানিয়ে পদ্মশ্রী তালিকায় বলিউড ক্যুইনের নাম ঘোষণা হয়।সম্প্রতি মুক্তি পেয়েছে তাঁর পাঙ্গা ছবি।তবে ফ্যাশন, ক্যুইন, তনু ওয়েডস মনু-তে অসাধারণ অভিনয়ের জন্য আগে তিনবার জাতীয় পুরস্কার পেয়েছেন কঙ্গনা রানাওত।কঙ্গনা ইন্সটাগ্রামে ভিডিও ও ছবি পোস্ট করে ধন্যবাদ জানিয়েছেন । ভিডিওতে তিনি দেশের মেয়েদের উদ্দেশে একটি বক্তব্যও রাখেন।টিম পাঙ্গা এবং পরিচালক অশ্বিনী আইয়ার তিওয়ারি শুভেচ্ছা জানিয়েছেন কঙ্গনাকে।
একতা কাপুরের বালাজী টেলিফিল্মের বেশ জনপ্রিয় হিন্দি সিরিয়াল দর্শকের মন জয় করেছে।তাছাড়া তাঁর প্রযোজিত ও পরিচালিত সুপার ন্যাচরাল ছবিও দর্শক মনে দাগ কাটে।২০২০ তে সিনেমা ও সিরিয়াল জগতে অবদানের জন্য পদ্মশ্রী পেয়েছেন তিনি। তিনিও সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট ধন্যবাদ জানান।
????????JAI MATA DI JAI BALAJI JAI HIND!!! @PIB_India #padmaawards2020 pic.twitter.com/qeZArPZMdW
আদনান সামি সঙ্গীত জগতে অবদানের জন্য পদ্মশ্রীতে সম্মানিত হয়েছেন।তিনি শুধু গায়ক নন, বিভিন্ন বাদ্যযন্ত্র বাজানোতেও যথেষ্ট দক্ষ। হিন্দি ছবিতে রোম্যান্টিক মেলোডি গেয়ে দেশে সাড়া ফেলেন তিনি।সোশ্যাল মিডিয়ায় তিনিও ধন্যবাদ জানিয়েছেন।পাশাপাশি একটি গান গেয়ে পোস্টও করেছেন তিনি।
মন্তব্য - আলোচনায় যোগ দিন 0 মন্তব্য | প্রবেশ করুন