আমির খানের অনুরোধেই পিছিয়ে গেল অক্ষয় কুমারের ছবি মুক্তির দিন।এজন্য আমির খান সোশ্যাল মিডিয়ায় অক্ষয় কুমার ও সাজিদ নাদিয়াদওয়ালাকে ধন্যবাদও জানিয়েছেন।২০১৯-এর জুলাইতে অক্ষয় সোশ্যাল মিডিয়ায় জানিয়েছিলেন তাঁর পরবর্তী ছবি ‘বচ্চন পাণ্ডে’র মুক্তির দিন।২০২০র ক্রিসমাসেই ‘বচ্চন পাণ্ডে’ ছবি মুক্তির দিন ঠিক হয়েছিল।
আর ২০২১-এর ক্রিসমাসেই মুক্তি পেতে চলেছে আমির খানের পরবর্তী ছবি 'লাল সিং চাড্ডা'।এই ছবির শুটিংয়ের ছবি আগেই ভাইরাল হয়েছে।শুটিং হয়েছে দেশের বিভিন্ন রাজ্যে।বাদ যায়নি কলকাতাও।তবে সমস্যা অন্য জায়গায়,দুজনেরই ছবি মুক্তির দিন ঠিক হয়েছিল ক্রিসমাসে।এদিকে দুজনেই বলিউডের প্রথম সারির অভিনেতা।একই দিনে ছবি মুক্তি পেলে দুজনের ছবিতেই তার প্রভাব পড়বে।তাই দুজনের বন্ধুত্বের সম্পর্কের খাতিরে বলিউডের মিস্টার পারফেক্ট ‘বচ্চন পাণ্ডে’ ছবি মুক্তির তারিখ বদলানোর অনুরোধ করে বসেন।আর সেই অনুরোধ রাখতে বলিউডের খিলাড়ির অভিনীত ‘বচ্চন পাণ্ডে’র তারিখও পাল্টে যায়।এরপর নতুন তারিখ হয় ২০২১-এর ২২ জানুয়ারি।
Sometimes all it takes is one conversation. Thank you to my friends @akshaykumar & Sajid Nadiadwala for their warm gesture of moving the release date of their film Bachchan Pandey at my request. I wish them the very best for their film. Looking forward to it.
Love.
a
Anytime @aamir_khan , we’re all friends here ???? Presenting - new look, new release date. Coming on 22nd January, 2021. In and as #BachchanPandey! #SajidNadiadwala @farhad_samji @kritisanon https://t.co/Y75p0bQmaF pic.twitter.com/orZPR6NZYM
এরফলে পাল্টে যায় অক্ষয়ের ‘বেলবটম’-ছবির মুক্তির তারিখ।এই ছবির মুক্তির নতুন তারিখ ২০২১-এর ২ এপ্রিল।যা আগে ২০২১-এর ২২ জানুয়ারিতে মুক্তি পাওয়ার কথা ছিল।দুবার ছবি মুক্তির দিন পরিবর্তন করায় আমাকে নিয়ে বেশ মিম হচ্ছে বলেই সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন অক্ষয়।
I know there are enough memes out there about me clashing with myself one day but 22nd January, 2021 is not that day???? #BellBottom will now release on 2nd April, 2021!@ranjit_tiwari @vashubhagnani @honeybhagnani @monishaadvani @nikkhiladvani @EmmayEntertain @poojafilms pic.twitter.com/0Z3f5ZMa3q
মন্তব্য - আলোচনায় যোগ দিন 0 মন্তব্য | প্রবেশ করুন