বিষের বছর কেড়ে নিয়েছে তাঁকে। বেঁচে থাকলে আজ মঙ্গলবার ১৯ জানুয়ারি তাঁর বয়স হত ৮৬ বছর। তাঁকে নিয়ে হত কত কোলাহল, কত আয়োজন। আজও হয়ত হচ্ছে, হচ্ছে তাঁর অসংখ্য গুণগ্রাহী, ভক্তজনের মনের অন্দরে। তিনি সৌমিত্র চট্টোপাধ্যায়-বাঙালির আইকন।
সম্প্রতি শেষ হল ২৬তম কলকাতা আর্ন্তজাতিক চলচ্চিত্র উৎসব। কলকাতায় চলচ্চিত্র উৎসব হবে আর তাতে সৌমিত্র চট্টোপাধ্যায় থাকবেন না এ ভাবাই যায় না। এবার সেই ঘটনাও প্রত্যক্ষ করল বাঙালি। এবারের উৎসবে তিনি ছিলেন না, ছিল তাঁর একাধিক ছবি। যা আগামি দিনের অভিনেতাকে পথ চিনে নিতে শেখাবে। অভিনয় ব্যাপ্তি কী হতে পারে তার সাক্ষ্য বহন করবে তাঁর অসংখ্য সিনেমা। এই সিনেমা হয়ত বার বার দেখার সুযোগ পাওয়া যাবে-কিন্তু মঞ্চ-সেখানে যে এক বিরাট শূন্যতা তৈর হয়ে গেল। যা পূরণ হওয়ার নয়।
সৌমিত্র বাঙালি সংস্কৃতির কতটা জুড়ে ছিলেন তা লিখে বোঝানো হয়ত বা সম্ভব নয়। সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে তাঁর অনায়াস গমন এক বিশাল পরিসর তৈরি করেছিল। আমরা সর্বত্রই তাঁর উপস্থিতি অনুভব করতাম, আমরা সমৃদ্ধ হতাম। নাটক, থিয়েটার, সিনেমায় অভিনয় তো ছিলই। আরও ছিল তাঁর কবিতা, আঁকা। যা ছিল তাঁর একান্ত নিজস্ব। যেখানে তিনি নিজেই নিজেকে চিনে নিতেন, নিজেকে যাচাই করে নিতেন। বলা যায় কবিতা ছিল তাঁর নিভৃতচারণ। আমাদের মাঝে আজ তিনি না থাকলেও বার বার বলতে ইচ্ছে করে শুভ জন্মদিন। অলক্ষ্যে থেকেই তিনি আমাদের আলো দিন এই কামনা জানাই।
মন্তব্য - আলোচনায় যোগ দিন 0 মন্তব্য | প্রবেশ করুন