নিট, জেইই পরীক্ষা পিছনোর দাবিতে যখন একাধিক রাজ্যের মুখ্যমন্ত্রী সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে চলেছেন, তখন শিক্ষাবিদরা চিঠি দিয়ে প্রধানমন্ত্রীকে জানালেন পরীক্ষা পিছনো একেবারেই অনুচিত। কারণ, এতে ক্ষতির মুখে পড়বে যুবসমাজ। দেশ-বিদেশের অন্তত ১৫০ শিক্ষাবিদের প্রস্তাব দ্রুত শেষ করা হোক ডাক্তার ও ইঞ্জিনিয়ারিং-এর প্রবেশিকা নিট ও জেইই।কারণ, পরীক্ষা পিছোলে পড়ুয়াদের ক্ষতি হবে।সেইসঙ্গে তাঁদের প্রস্তাব কোভিড-১৯ পরিস্থিতিতে পড়াশোনা, ভর্তি, নতুন ক্লাস নিয়ে যে অনিশ্চয়তা তৈরি হয়েছে তার দ্রুত সমাধান খোঁজা দরকার।
কেন্দ্র নিট ও জেইই পরীক্ষা নিলেও, রাজ্যগুলিকেই পরীক্ষার বন্দোবস্ত করতে হয়। করোনা পরিস্থিতিতে পরীক্ষা হলে সংক্রমণ বাড়বে বলে আশঙ্কা করে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি দিয়েছিলেন। মোদি না মানায় বিরোধীরা একজোট হয়। বেশ কয়েকটি রাজ্যের তরফে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়ার সিদ্ধান্ত হয়। কিন্তু দেশ ও বিদেশের নামী প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত শিক্ষাবিদদের এই আবেদনে পরিস্থিতি পালটে যাবে বলেই সকলে মনে করছেন। শিক্ষাবিদদের বক্তব্য, জয়েন্ট ও ডাক্তারির পরীক্ষা নিতে আর দেরি হলে, বছর নষ্ট হতে পারে পড়ুয়াদের। যার প্রভাব যুবসমাজ তো বটেই, সমাজের সর্বস্তরে পড়বে।
মন্তব্য - আলোচনায় যোগ দিন 0 মন্তব্য | প্রবেশ করুন