জয়সূর্য ঘোষ
প্রতিটি শিশুমন সর্বদা চায় কিছু একটা নিয়ে নিজেকে ব্যস্ত রাখতে। তখন তাঁর সর্বক্ষণের সাথী সেই হাতের কাছের খেলনা যা সে কোন অবস্থাতেই হাতছাড়া করতে চায় না। তা যেকোন কিছুই হোক না কোন! হতে পারে সেটি একটি মোমের পুতুল, হতে পারে কোন ইলেকট্রনিক ভিডিও গেম কখনও বা একটি সামান্য গাড়ী।আজকের তারিখে উচ্চ বৈভবের কারণেই হোক কিম্বা ফ্ল্যাট কালচারের কারণেই হোক অনেক শিশুই নিজেদের খেলার ছলে হাতের সেই খেলনাটিকে জানালার বাইরে ছুঁড়ে ফেলে দেওয়ায় অভ্যস্ত। সেই পরিত্যক্ত খেলনাগুলিকে নিয়েই সাজিয়ে তোলা হয়েছে এবারের উল্টোডাঙ্গা যুববৃন্দের পুজো মন্ডপটিকে। দীর্ঘদিনের ঐতিহ্যময় এই পুজো উত্তর কলকাতার থিম পুজোর পথিকৃৎ। শ্রীসজল দাসের হাত ধরেই জয়যাত্রার শুরু। তিনি আজ পৃথিবীতে নেই কিন্তু পরবর্তী প্রজন্মকে আর পিছনে ফিরে তাকাতে হয় নি। সেই ট্রাডিশান সমানে চলেছে! বাহান্নতম বর্ষে পদার্পন করে এই অদ্ভুত ভাবনার স্রষ্টা হলেন তন্ময় হাজরা। এমন অদ্ভুত ভাবনার জন্যই থিমের নামকরণ হয়েছে “খেলতে খেলতে”। মুর্তিটি বানিয়েছেন নবকুমার পাল। এখানে দশভূজা মা দুর্গা শ্বেত কমলাসনা সর্বমঙ্গলা।
মন্তব্য - আলোচনায় যোগ দিন 0 মন্তব্য | প্রবেশ করুন