বিয়ের পর প্রথম পুজো টলিউড দিভা পুজোয় নুসরৎ জাহানের। তাই কোনটা ছেড়ে কোনটা করবেন, ভেবেই পাচ্ছেন না। কিন্তু তা বললে কী হয় ? তাঁর ভক্তরাতো জানতে চাইবেনই নুসরতের পুজো প্ল্যান নিয়ে। এবার নুসরতের ভক্তদের মনবাঞ্ছা পূর্ণ করার চেষ্টা করল scoopypost.com
সম্প্রতি এক হগনার উদ্বোধনে এসে পুজো প্ল্যানিং নিয়ে scoopypost.com-কে নুসরৎ বললেন, এতো বছর পর তাঁর অপূর্ণ ইচ্ছে পূরণ হতে চলেছে। তাঁর এতদিন সিঁদুর খেলার ইচ্ছে থাকলেও তা কোনওদিন পারেননি। এবার বিসর্জনে সেই ইচ্ছে পূরণ করতে চান নুসরৎ। স্বামী বাঙালি হওয়ায় এবার পুজোতে পুরোপুরি বাঙালি আদপ কায়দাতেই নিজেকে মেলে ধরতে চান টলিউডের এই সুন্দরী অভিনেত্রী তথা সাংসদ। পাশাপাশি পুজোর চারটে দিন ট্র্যাডিশনাল পোশাকই পরার প্ল্যান রয়েছে এ বছরের পুজোতে। আর পুজো মানেই আড্ডা, খাওয়া-দাওয়া। সেই তালিকাতে নিজের নাম অন্তর্ভুক্তি অনেক আগে থেকেই হয়ে গিয়েছে বলে জানান নুসরৎ।
মন্তব্য - আলোচনায় যোগ দিন 0 মন্তব্য | প্রবেশ করুন