কলকাতার বহু পুরনো বাড়ির পুজো মল্লিক বাড়ির দুর্গাপুজো। এবারও নিজের বাড়ির পুজোতে দায়িত্ব নিয়েই কাজ করছেন টলিউড অভিনেত্রী কোয়েল মল্লিক রানে। সবুজ লিওন শাড়ি আর কালো ব্লাউজে একেবারে বাঙালি ঘরের বউ লাগছিল কোয়েলকে। দুর্গা প্রতিমার সামনেই একটি ভিডিয়ো শ্যুট করেন কোয়েল। সেখানে সকলকে পুজোর শুভেচ্ছা জানিয়েছেন তিনি, সেই সঙ্গে বললেন আরও বেশ কিছু কথা। শুনে নিন কী বললেন কোয়েল -
মন্তব্য - আলোচনায় যোগ দিন 0 মন্তব্য | প্রবেশ করুন