কেন্দ্রের উচিৎ দিলীপ ঘোষকে গুলি করা। সোমবার এই মন্তব্য করেছেন বীরভূমের তৃণমূল সভাপতি অনুব্রত মন্ডল। দিলীপ ঘোষ রানাঘাটে গতকাল অর্থাৎ রবিবার বলেছিলেন, যারা সিএএ এনআরসি-র বিরোধিতায় আন্দোলন করতে গিয়ে অসম, কর্ণাটক, উত্তরপ্রদেশে ৫০০-৬০০ কোটি টাকার সরকারি সম্পত্তি ভাঙচুর ও নষ্ট করেছে। সেইসঙ্গে তিনি হুমকি দিয়েছেন, “ এখানে আসবে, থাকবে, খাবে আবার সরকারি সম্পত্তির ক্ষতি করবে! আমরা এলে লাঠি মারব, গুলি করব, জেলে পাঠাব। মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনও মুরোদ নেই। ” বিজেপি রাজ্য সভাপতি ও সাংসদ দিলীপ ঘোষের এই মন্তব্যে সব মহলে তীব্র প্রতিক্রিয়া হয়। বিজেপি রাজ্য সভাপতির পাশে সেভাবে দাঁড়াননি দলেরও কেউ। উল্টে কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় বিজেপি রাজ্য সভাপতির ওই মন্তব্যের সমালোচনা করে টুইট করেন। ওই মন্তব্য একান্তই বিজেপি রাজ্য সভাপতির বলে বাবুল জানান। এদিকে প্রথমে বিজেপি রাজ্য সভাপতির পাশে সেভাবে কেউ না দাঁড়লেও এদিন দিলীপবাবুর পাশে দাঁড়িয়েছেন দলের সাধারণ সম্পাদক সায়ন্তন বসু। এদিন বীরভূমের তৃণমূল সভাপতি অনুব্রত মন্ডল বলেন, “কেন্দ্রের উচিৎ, দিলীপ ঘোষকে গুলি করা। ”
মন্তব্য - আলোচনায় যোগ দিন 0 মন্তব্য | প্রবেশ করুন