প্রয়াত হলেন বীরভূম তৃণমূল জেলা কংগ্রেস সভাপতি অনুব্রত মণ্ডলের স্ত্রী ছবি মণ্ডল। শুক্রবার ভোররাতে তাঁর মৃত্যু হয় শহরের এক বেসরকারি হাসপাতালে। দীর্ঘদিন ধরেই তিনি ফুসফুসে ক্যান্সারজনিত রোগে ভুগছিলেন। তাই বেশ কয়েকমাস ধরেই তাঁর চিকিৎসা চলছিল ওই হাসপাতালে।
সূত্রের খবর, এদিন ভোরে ছবি মণ্ডলের মৃত্যু সংবাদ পেয়ে বীরভূমের জেলা নেতারা আসছেন কলকাতায়। হাসপাতাল থেকে মরদেহ নিয়ে যাওয়া হবে বোলপুরের বাড়িতে। সেখানেই তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে।
মন্তব্য - আলোচনায় যোগ দিন 0 মন্তব্য | প্রবেশ করুন