আগামি বিধানসভা ভোটে জোট বেঁধে লড়াই করবে বাম- কংগ্রেস। দু দলের মধ্যে আসন রফা নিয়ে রবিবার বৈঠক হয়। বৈঠকে কংগ্রেসের দাবি নিয়ে মতবিরোধ দেখা দেয়। সূত্রের খবর কংগ্রেস আগামি বিধানসভা নির্বাচনে ১৩০ আসনের দাবি জানিয়েছে। বামেরা এতে রাজি নয়। সেই নিয়েই বিরোধ।
রবিবারের বৈঠকে কংগ্রেসের প্রদেশ সভাপতি অধীর চৌধুরী নিজে উপস্থিত ছিলেন। এর আগে এ মাসের সাত তারিখও দু দলের মধ্যে আসন রফা নিয়ে বৈঠক হলেও অধীর চৌধুরী উপস্থিত না থাকায় কোনও রফা সূত্র বেরয় নি। রবিবারের বৈঠকে কংগ্রেস ১৩০ আসনে লড়াই করার প্রস্তাব দেয়। মূলত মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, বাঁকুড়া এবং পুরুলিয়ায় বেশি আসন দাবি করে। যে প্রস্তাবে রাজি নয় বামেরা। তারা বলে অই জেলাগুলিতে তাঁদেরও ভালো ভোট ব্যাঙ্ক রয়েছে। শুরু হয় বিবাদ। সূত্রের খবর আলোচনা বেশ উত্তপ্ত হয়ে ওঠে। এরপরেই বৈঠক শেষ হয়ে যায়। অধীর চৌধুরী যৌথ সাংবাদিক সম্মেলন না করেই চলে যেতে চান। তাঁকে বুঝিয়ে শুনিয়ে সাংবাদিক সম্মেলনে থেকে যেতে রাজি করান প্রদীপ ভট্টাচার্য।
অধীর চৌধুরী সাংবাদিকদের জানান , শুধু শান্তিপূর্ণ ভাবে নয় বন্ধুত্বপূর্ণ ভাবেই বৈঠক হয়েছে। অনুকূল পরিবেশে একে অপরের সঙ্গে মতবিনিময় হয়েছে। কেউ কাউকে চাপিয়ে দেওয়ার বা নির্দেশ দেওয়ার আলোচনা এটা নয়, পরস্পরের মানসিকতা বোঝার বৈঠক। এই ধরণের বৈঠক আরও হবে। এ মাসের মধ্যেই দু দলের মধ্যে আসন বন্টন চূড়ান্ত হবে বলেও তিনি জানিয়েছেন। বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুও একই কথা বলেন।
.
মন্তব্য - আলোচনায় যোগ দিন 0 মন্তব্য | প্রবেশ করুন