করোনা আতঙ্ক এড়িয়ে সতর্কভাবে হোক দুর্গাপুজো, নিয়মাবলি ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। সেইসঙ্গে বারোয়ারি দুর্গাপুজোয় সরকারি অনুদানের অঙ্ক বেড়ে হচ্ছে ৫০ হাজার টাকা।
অন্য সময়ের চেয়ে এ বছরটা আলাদা। করোনা আবহেই বাঙালির শ্রেষ্ঠ উৎসবের প্রস্তুতি। এবার নিয়মবিধিতে অনেক বদল আসতে চলেছে, সেই ইঙ্গিত ছিলই। বৃহস্পতিবার নেতাজি ইন্ডোরে পুজো কমিটিগুলোর সঙ্গে বৈঠকে নয়া নিয়মাবলী নিজেই জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সতর্কতার সঙ্গে পুজোর আনন্দে মাততে এবার বাদ গেল প্রথাগত বেশ কয়েকটি বৈশিষ্ট্য। সংক্রমণ এড়াতে যোগ হল নতুন অনেক নিয়মই। চলতি বছর রাজ্যে ৩৭ হাজারেরও বেশি পুজো হচ্ছে।
করোনা কালে খোলামেলা প্যান্ডেল করার কথা আগেই ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। পুজো কমিটিগুলোর কাছে আজও ফের সেই বার্তাই পৌঁছে দিলেন। মমতার কথায়, ”চারপাশটা খোলা রেখে প্যান্ডেল করুন। এখনও বেশ কিছুদিন সময়ে আছে, ভেবেচিন্তে প্যান্ডেল করতে পারবেন। যারা চারপাশ খোলা রাখতে পারবেন না, তারা অন্তত ছাদ খোলা রাখুন। এটা আমাদের গ্লোবাল অ্যাডভাইজরি কমিটিরই পরামর্শ।” এবছর দুর্গাপুজোয় কী কী বাধ্যতামূলক, তার তালিকা দিলেন মুখ্যমন্ত্রী।
করোনা কাঁটায়, শারীরিক দূরত্ববিধি মানার জন্য বাদ পড়ছে বেশ কয়েকটি প্রথা। একসঙ্গে অঞ্জলি,সিঁদুরখেলা বাদ। পুরস্কার বিতরণী অনুষ্ঠানও এবার সরাসরি হচ্ছে না।
মন্তব্য - আলোচনায় যোগ দিন 0 মন্তব্য | প্রবেশ করুন