২০২০ সাল বলেই বুদ্ধদেব ভট্টাচার্য অসুস্থ হয়ে নার্সিংহোমে ভর্তি হওয়ায়, সকলেই একটু বেশি ভয় পেয়েছিলেন।তবে সেই উদ্বেগ কাটিয়ে এখন অনেকটা সুস্থ হয়ে বাড়ি যাওয়ার জেদ ধরেছেন পশ্চিমবঙ্গের প্রাক্তন বাম মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য।
রাইলস টিউব সরিয়ে গলা ভাত, স্যুপ খেয়েছেন বর্ষীয়ান সিপিএম নেতা।সোমবার সকালে উঠে বসেই দেখতে চেয়েছেন খবরের কাগজ। গণশক্তি থেকে পছন্দের কাগজ আনানো হয়েছেন প্রবীণ নেতার জন্য। নিজেই খবরের শিরোণাম পড়েছেন। তবে ছোট লেখা পড়তে অসুবিধে হয় তাঁর। তাই এখন সর্বক্ষণের সঙ্গী তপনবাবু তাঁকে পছন্দের খবর পড়ে শুনিয়েছেন। ফোনে কথাও বলেছেন বুদ্ধেদববাবু।
তাঁর বাড়ি ফেরার ছটফটানি দেখে সিপিএমের সাধারণ সম্পাদক চিকিত্সক সূর্যকান্ত মিশ্রও বুদ্ধেদব ভট্টাচার্যকে বুঝিয়েছেন এখন কয়েকটা দিন তাঁর নার্সিংহোমে থাকাটাই ভালো। তবে প্রবীণ নেতার জেদ থেকে চিকিত্সকরা ভাবছেন কত তাড়াতাড়ি তাঁকে ছুটি দেওয়া যায়।
বাইপ্যাপ সাপোর্টে রাখা হয়েছে বুদ্ধেদব ভট্টাচার্যকে। তবে তাঁর শরীরের সমস্ত অঙ্গ-প্রত্যঙ্গই ঠিকমতো কাজ করছে। রক্তে বিভিন্ন উপাপানের মাত্রাও ঠিক। তাই এবার প্রাক্তন মুখ্যমন্ত্রীকে ছুটি দেওয়ার কথা ভাবছেন চিকিত্সকরা। শারীরিক অবস্থার ক্রম উন্নতি হলে খুব তাড়াতাড়ি ছেড়ে দেওয়া হবে তাঁকে।
৭৬ বছরের সিপিএম নেতা অ্যাকিউট সিওপিডির শিকার। প্রবল শ্বাসকষ্ট নিয়ে তিনি কয়েকদিন আগে দক্ষিণ কোলকাতার একটি নার্সিংহোমে ভর্তি হয়েছিলেন।করোনা রিপোর্ট নেগেটিভ আসে তাঁর। তারপরেও অবশ্য বু্দ্ধদেব ভট্টাচার্যকে ভেন্টিলেশনে রাখতে হয়েছিল। তবে আপাতত তাঁর শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় স্বস্তির নিঃশ্বাস তাঁর শুভাকাঙ্খী ও অনুগামীদের।
মন্তব্য - আলোচনায় যোগ দিন 0 মন্তব্য | প্রবেশ করুন