পিপল মুভার ইকো-র আপডেটেড সংস্করণ বাজারে আনল মারুতি সুজুকি। ভ্যান আর ইউটিলিটি ভেহিকলের সমন্বয়ে মারুতির ইকো এমপিভি র শ্যাসি আর বডি এখন থেকে আরও মজবুত হবে বলে দাবি সংস্থার। এছাড়াও ইকোর মডেলেগুলিতে অ্যান্টি লক ব্রেক (এবিএস) এবং ইলেকট্রনিক ব্রেক ফোর্স ডিস্ট্রিবিউশন (ইবিডি), ড্রাইভার সাইড এয়ারব্যাগ, রিয়ার পার্কিং সেনসর থাকছে স্ট্যান্ডার্ড ও অপশন হিসেবে। ২০১৯-এর অক্টোবরে নতুন ক্র্যাশ টেস্ট নিয়মের বদলের কারণেই এই পরিবর্তন। তবে, গাড়িটির আপগ্রেডেড ভার্সনের দামও আগের থেকে বাড়বে বলে জানিয়ে দিয়েছে মারুতি। ভ্যারিয়েন্ট অনুযায়ী ছ’হাজার থেকে ন’হাজার টাকা দাম বাড়বে ইকোর। এন্ট্রি লেভেল স্ট্যান্ডার্ড ফাইভ সিটার ইকো মডেলটির এক্স শোরুম দাম ৩ লক্ষ ৬১ হাজার টাকা। টপ এন্ড ভ্যারিয়ান্টের দাম কমবেশি ৬ লক্ষ ৬২ হাজার টাকা পড়বে। বিএস ফোর পেট্রোল ইঞ্জিনের ইকো বিএস ফোর কমপ্লায়েন্ট। ৭৩ বিএইচপি পাওয়ার আউটপুট দিতে সক্ষম। ইকোর সিএনজি ভ্যারিয়েন্টও বাজারে পাওয়া যায়।
মন্তব্য - আলোচনায় যোগ দিন 0 মন্তব্য | প্রবেশ করুন