গতি ঘণ্টায় ৪৩৬ কিলোমিটার, মানে কলকাতা থেকে দিল্লি যেতে সময় লাগবে ৩ ঘণ্টা ৪৭ মিনিট। না না, বুলেট ট্রেনের কথা বলছি না। বলছি একটি মোটরবাইকের কথা। চূড়ান্ত মডিফায়েড একটি সুজুকি হায়াবুসায় এই গতিবেগ তুলেছেন ইংলন্ডের বিখ্যাত রেসার গে মার্টিন। রেসিংয়ের জগতে এমনিতেই সমীহ আদায়কারী নাম গে মার্টিন। বিখ্যাত এই ব্রিটিশ রেসারের পকেটে আছে বরফের উপর দিয়ে বিশ্বে সবথেকে দ্রুত গাড়ি চালানোর গিনেস ওয়ার্ল্ড রেকর্ড। সেটি অবশ্য ১৩৪ কিলোমিটার প্রতি ঘণ্টায়।
কিন্তু দু’চাকার মোটরবাইকে ৪৩৬ কিলোমিটার প্রতি ঘণ্টার গতিবেগ তুলে রোড রেসিংয়ের সব রেকর্ডই ভেঙে দিয়েছেন আইল অফ ম্যান টিটি সার্কিটের এই প্রবাদপ্রতিম রেসার। সম্প্রতি ব্রিটেনের এলভিংটন রানওয়েতে একটি হাইলি মডিফায়েড টারবোচার্জড সুজুকি হায়াবুসা মোটরবাইকে এই কীর্তি ঘটিয়েছেন তিনি। মোটরবাইকটির বডি থেকে শুরু করে ইঞ্জিন, সবকিছুই পাল্টানো হয়েছিল। ইঞ্জিন ও ফ্রেমওয়ার্ক মডিফিকেশনের দায়িত্বে ছিল ব্রিটেনেরই নামজাদা হোলিশট রেসিং টিম।হায়াবুসার ইঞ্জিন টিউনিং করেছিলেন জ্যারড জ্যাক ফ্রস্ট। তাঁর টিউনিংয়ের ফলে বুসার ইঞ্জিনের সর্বাধিক শক্তি দাঁড়িয়েছিল ৮৪১.৫ অশ্বশক্তিতে। ল্যাম্বরগিনির মতো যে কোনও সুপারকারের থেকেও বেশি। ভাবা যায়? মাত্র ১.৬ কিলোমিটারের মধ্যেই এই গতিবেগ তুলতে সক্ষম হয়েছেন মার্টিন। তাঁর পরবর্তী লক্ষ্য মোটরবাইকে ঘণ্টায় ৩০০ মাইল অর্থাৎ ঘণ্টায় ৪৮২ কিলোমিটার গতি তোলা।
মন্তব্য - আলোচনায় যোগ দিন 0 মন্তব্য | প্রবেশ করুন