মোটরবাইক এনথুজিয়াস্টদের জন্যে সুখবর। ভারতের অন্যতম বৃহৎ মোটরসাইকেল প্রস্তুতকারী সংস্থা হিরো মোটোকর্প নিয়ে এল অল নিউ হিরো এক্সট্রিম 160 R। ২০১৯-এ মিলানে EICMA মোটর শোয়ে এক্সট্রিম 1.R কনসেপ্টেরই বাস্তব রপ এই 160 R হিরো মোটোকর্প এই প্রথম একশো ষাট সিসি সেগমেন্টে এক্সট্রিম 160 R লঞ্চ করল। বাইকটির কেতাদুরস্ত লুক ইয়ং জেনারেশনের কথা মাথায় রেখেই তৈরি। এক্সট্রিম ফ্যামিলিতে এটি তৃতীয় মডেল। 160 R ছাড়াও এক্সট্রিম 200 R, 200 S মডেলদুটিও ভালই জনপ্রিয়। এর মধ্যে 200 R নেকেড বাইক 200 S ফুল ফেয়ার্ড ভার্সন। টিভিএস অ্যাপাচে RTR 160 ও পালসার NS 160-র মত বাইককে চ্যালেঞ্জ ছুঁড়তে তৈরি এক্সট্রিম 160 R।
একনজরে দেখে নেওয়া যাক এক্সট্রিম 160 R এর ইঞ্জিন, পাওয়ার আউটপুট, টর্ক আর অন্যান্য ফিচারস...
• ইঞ্জিন- 160 CC, সিঙ্গল সিলিন্ডার, এয়ার কুলড
• ম্যাক্স পাওয়ার- 15 BHP @ 8500 RPM
• টর্ক- 14 নিউট্রন মিটার @ 6500 RPM
• গিয়ারবক্স- 5 স্পিড
• 0-60 কিলোমিটার- 4.7 সেকেন্ড
• হেডলাইট- ফুল এলইডি
• সাইড ইন্ডিকেটর- ফুল এলইডি
• ডিজিটাল কনসোল- ফুল ডিজিটাল
• ব্রেক- ফ্রন্ট পেটাল ডিস্ক, রিয়ার ডিস্ক, সিঙ্গল চ্যানেল ABS স্ট্যান্ডার্ড
হিরো মোটোকর্পের দাবি, এক্সট্রিম 160 R এই সেগমেন্টের সবচাইতে দ্রুতগামী বাইক। সামনে 37 মিলিমিটার শওয়া ফ্রন্ট ফর্ক আর পিছনে 7 স্টেপ অ্যাডজাস্টেবল মোনোশক সাসপেনশন বাইকটির হ্যান্ডলিং করেছে রেজরশার্প। 160 R এ 17 ইঞ্চি অ্যালয় হুইলে রেডিয়াল টায়ার লাগানো আছে। গ্রাউন্ড ক্লিয়ারেন্স 170 মিলিমিটার। তিনটি কালার অপশনের সবকটিই ডুয়েল টোন। বাইকটির আকর্ষক লুকের সঙ্গে সাইড স্ট্যান্ড ইঞ্জিন কাট-অফ ও হ্যাজার্ড লাইট সুইচের মত আধুনিক ফিচারসও আছে। এছাড়াও চোখ টানবে ফ্রন্ট ও রিয়ার হুইলে রিফ্লেকটিভ সাইডওয়াল স্ট্রাইপস। এ বছর মার্চের শুরুতেই হিরো মোটোকর্পের শোরুমে পাওয়া যাবে এই স্টাইলিশ মোটরবাইকটি। হিরো মোটোকর্পের থেকে এখনও 160 R এর দাম ঘোষণা করা হয় নি।
মন্তব্য - আলোচনায় যোগ দিন 0 মন্তব্য | প্রবেশ করুন