দেশীয় কোম্পানির ক্ষেত্রে কর্পোরেট কর কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের এই ঘোষণার পরই তড়তড়িয়ে বাড়ে শেয়ার দর। এই মুহূর্তে সেনসেক্স ২০০০ এবং নিফটি ৬০০-র বেশি পয়েন্ট ঘোরাফেরা করছে। তারপরই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর টুইট। মোদী লেখেন, “কর্পোরেট কর কমানোর সিদ্ধান্ত ঐতিহাসিক। মেক ইন ইন্ডিয়া তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে এই সিদ্ধান্ত।” নরেন্দ্র মোদীর কথায়, বিদেশি লগ্নিকারীদের আকৃষ্ট করবে বিনিয়োগ করতে। বেসরকারি সংস্থাগুলিতে প্রতিযোগিতা এবং কর্মসংস্থান বাড়বে। যা ১৩০ কোটি দেশবাসীকে জয়ের লক্ষ্যে নিয়ে যাবে।
শুক্রবার গোয়ায় সাংবাদিক বৈঠকে অর্থমন্ত্রী জানান, দেশীয় কোম্পানি ক্ষেত্রে কর্পোরেট কর ৩৫ শতাংশ থেকে কমিয়ে ২৫.১৭ শতাংশে নিয়ে আসা হবে। এর মধ্যে সারচার্জ এবং সেস যুক্ত রয়েছে। এই অর্থবর্ষ থেকে কার্যকর হবে বলে জানান সীতারামন।
The step to cut corporate tax is historic. It will give a great stimulus to #MakeInIndia, attract private investment from across the globe, improve competitiveness of our private sector, create more jobs and result in a win-win for 130 crore Indians. https://t.co/4yNwqyzImE
— Narendra Modi (@narendramodi) September 20, 2019
মন্তব্য - আলোচনায় যোগ দিন 0 মন্তব্য | প্রবেশ করুন