শক্তিকান্ত দাসের কাছে সরকার তথা দেশের শিল্প মহলের আশা অনেক। এতদিন তিনি সে প্রত্যাশা অনেকটাই পূরণ করতে পেরেছেন বলেই মনে করে সংশ্লিষ্ট মহল। কেন্দ্র সরকারের চাহিদা মতো রিজার্ভ ব্যাঙ্কের তহবিল দেওয়া থেকে শুরু করে, সুদের হার কমানো- সবেতেই দরিয়া দিল শক্তিকান্ত। সেই শক্তিকান্ত চলতি ডিসেম্বরে সুদের হ্রাস করেননি। যদিও সরকার ও শিল্পমহলের আশা ছিল এবারও সুদ হ্রাসে দ্বিধা করবে না শীর্ষ ব্যাঙ্ক।
মুম্বইতে ইন্ডিয়া ইকনমকিক কনক্লেভের অনুষ্ঠানে রিজার্ভ ব্যাঙ্কের গভর্নরের কথায় ফের সুদের হার কমার আশা করছে শিল্প মহল। ইকনমিক কনক্লেভে শক্তিকান্ত দাস বলেন, সুদ কমানোর মতো পদক্ষেপের জন্য সঠিক সময়ের অপেক্ষায় রয়েছে শীর্ষ ব্যাঙ্ক। তাঁর এই মন্তব্য থেকেই ফের সুদ কমানোর ইঙ্গিত পাচ্ছে শিল্প মহল।
গত ফেব্রুয়ারি থেকে এ পর্যন্ত পাঁচ দফায় ১.৩৫ শতাংশ পয়েন্ট।মূলত দেশের ঝিমিয়ে পড়া অর্থনীতিকে চাঙ্গা করতেই সুদ কমানোর সিদ্ধান্ত নেয় রিজার্ভ ব্যাঙ্ক। সুদ কমানো হলেও অর্থনীতির হাল ফেরেনি। এই পরিস্থিতিতে রিজার্ভ ব্যাঙ্ক ফের একবার সুদ কমানোর মতো সিদ্ধান্ত নিতে পারে বলেই মনে করা হচ্ছে।
মন্তব্য - আলোচনায় যোগ দিন 0 মন্তব্য | প্রবেশ করুন