বৃহস্পতিবার, ফেব্রুয়ারি 25, 2021
১৯৬০ সালের ৩০ অক্টবর, আর্জেন্টিনার বুয়নেস অ্যারোজের লানুসে এক গরীব পরিবারে জন্মগ্রহণ করেন দিয়েগো আর্মান্দো মারাদোনা।
পিতা দিয়েগো মারাদোনা ছিলেন দক্ষিণ আফ্রিকার গুয়ারানি সম্প্রদায়ের। এবং মা ডালমা সালভাদোরা ফ্রাঙ্কো ছিলেন ইতালিয়ান।
আর্জেন্টিনা নামক লাতিন এই দেশটিকে যখন অনেকেই চেনেন না, ঠিক সেই ছোট দেশটিকে গোটা বিশ্ব চিনেছিল একটি জার্সির নম্বরে।
৫ ফুট ৫ ইঞ্চি উচ্চতায় আকাশী সাদার উপর কালো দিয়ে লেখা ১০ নম্বর জার্সিধারীর পায়ে যখন ফুটবল পড়তো, গোটা বিশ্ব তখন অপেক্ষায় থাকতো ম্যাজিকের।
১৯৭৬ সালে আর্জেন্টিনোস জুনিয়ারের হয়ে প্রথম জাতীয় খেলায় আবির্ভাব ঘটে ‘বাঁ পায়ের ভগবানের’। এরপর পুরোটাই ইতিহাস। মাঠের প্রতিটা সবুজ ঘাসে লেখা রয়েছে বাঁ পায়ের জাদুর গল্প।
১৯৭৯ সালে দেশের জার্সি গায়ে প্রথম ট্রফি ওঠে ফুটবল মহারাজের হাতে। অনুর্দ্ধ ১৯ বিশ্বকাপে দিয়েগোর বাঁ পায়ের জাদুতে জয়ী হয় আর্জেন্টিনা
তবে গোটা বিশ্বের কাছে ফুটবল ভগবানের তকমা মিলেছিল ১৯৮৬ সালে। পাঁচজনকে ডজ করে গোল হোক বা বিশ্বকাপ সেমিফাইনালে ভগবানের হাতের গোল। চোখের পলক না ফেলে দেকেছিল গোটা বিশ্ব।
কলঙ্ক পিছু ছাড়েনি ফুটবল মহারাজের। বাঁ পায়ের জাদুকরের গায়ে লেগেছিল ড্রাগের কলঙ্ক। ১৯৯০ সালের বিশ্বকাপ থেকেই ড্রাগের নেশায় আসক্ত হয়ে পরেছিলেন তিনি।
শুধু ফুটবলার হিসাবে তাকে আক্ষায়িত করা ভুল হবে। ২০০৬ সালে আর্জেন্টিনার বিশ্বকাপে খারাপ পারফর্মেন্সের পরে ২০০৮ সালে জাতীয় দলের কোচের দায়ীত্ব নেন দিয়েগো।
তাঁর কোচিংয়ের অধীনেই ২০১০ সালের বিশ্বকাপে নজিরবিহীন পারফর্মেন্স দেয় মেসি ব্রিগেড।
Subscribe
Subscribe to our latest news and stay updated!!